জয় বাংলাদেশ : ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন, এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের বিশেষ বাহিনী।
এদিকে প্রফেসর ইউনূসকে তত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে গ্রহণ করা নিয়ে বিএনপি নেতৃবৃন্দ এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। তারা বলছেন, বিএনপির সঙ্গে আলোচনা ছাড়াই তত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূসের নাম চূড়ান্ত হয়েছে। বিএনপির দলীয় হাইকমান্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রফেসর ইউনূস আসার পরপরই বঙ্গভবনে বিএনপি নেতৃবেন্দের সঙ্গে বৈঠক করবেন। সে আলোচনার পর নির্ধারিত হবে প্রফেসর ইউনূসের শপথ গ্রহণ করার বিষয়টি।
ড. ইউনূস বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এরপর রাত ৮টায় শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। এই সময়েরও পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।