Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকবড়দিন উপলক্ষে ১ হাজারের বেশি বন্দী মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা

বড়দিন উপলক্ষে ১ হাজারের বেশি বন্দী মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে বড়দিন উপলক্ষে সহস্রাধিক বন্দীকে মুক্তি দিয়েছেন। দেশের বিভিন্ন কারাগারের বন্দীরা বড়দিন উপলক্ষে সাধারণ ক্ষমার আবেদন করলে প্রেসিডেন্ট তা মঞ্জুর করে বিভিন্ন কারাগার থেকে তাদেরকে মুক্তি দেন।

কারা কমিশনার গামিনি দিসানায়েকে বলেন, সোমবার মুক্তি পাওয়া ১ হাজার ৪ জনের মধ্যে রয়েছেন বকেয়া জরিমানা দিতে না পারার কারণে জেলে থাকা শ্রীলঙ্কানরা। এর আগে গত মে মাসে বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন ও মৃত্যু দিবস ভেসাকের ছুটি উদযাপন উপলক্ষে একই সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়। শ্রীলঙ্কা হচ্ছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ একটি দেশ।

বড়দিনে প্রাক্কালে সপ্তাহব্যাপী সামরিক সমর্থিত মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশ প্রায় ১৫ হাজার গ্রেপ্তার করার পর দেশটির প্রেসিডেন্ট সর্বশেষ এ সাধারণ ক্ষমার ঘোষণা দেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মাদকবিরোধী ওই অভিযানে ১৩ হাজার ৬৬৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ১ হাজার ১০০ জন মাদকাসক্তকে আটক করে বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনী পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে প্রায় ৩০ হাজার বন্দী রয়েছে। এসব কারাগারের প্রকৃত ধারণ ক্ষমতা মাত্র ১১ হাজার।

সূত্র: এএফপি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments