জয় বাংলাদেশ : চলতি বছরের শুরু থেকে নিউইয়র্ক সিটিতে কমছে ছোট ছোট অপরাধের সংখ্যা। এ বছরের সেপ্টেম্বর পর্যন্তও খুন, ডাকাতি, ছোট চুরি , বড় চুরি ,এমনকি গাড়ি চুরির মতো অপরাধ করতেও ভয়ে আছেন অপরাধীরা। তবে এ সময়ে আশংকাজনক হারে বেড়েছে গুলির ঘটনা। এমন তথ্য দিচ্ছে নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগ।
এনওয়াইপিডি বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯১ টি গুলির ঘটনা ঘটেছে নিউইয়র্ক সিটি জুড়ে যা গেল বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশের ও বেশি। তবে মাস ভিত্তিক হিসাব যদি করা যায় গত বছরের সাথে তুলনা করলে তাহলে সেটি কমেছে এও বলছে এনওয়াইপিডি । তা আবার বছরজুড়ে কমেছে ৮ দশমিক ৭% শতাংশ। এনওয়াইপিডি বলেছে যে, তারা এই ৩০ দিনে ৪৬৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করে আরও গুলি সহিংসতার ঘটনা প্রতিরোধ করেছে। ২০২৪ সালে এনওয়াইপিডি প্রায় ৫,০০০টি বন্দুক জব্দ করেছে।
এনওয়াইপিডির অন্তর্বর্তী কমিশনার টম ডনলন জানিয়েছেন , শহরের রাস্তাগুলোকে নিরাপদ করার জন্য বন্দুকের অপরাধের প্রতি “লেজার ফোকাস” দেওয়ার জন্য তারা এই কমাকেই ক্রেডিট দিয়েছেন। বলেন, গত মাসে এডওয়ার্ড ক্যাবানের পদত্যাগের পর মেয়র এরিক অ্যাডামস দায়িত্ব নেবার পর প্রথম মাসিক অপরাধের তথ্য রিপোর্ট দিয়েছেন।
এদিকে , নিউইয়র্ক সিটির শীর্ষ দুই প্রতিষ্ঠান এনওয়াইপিডি এবং সিটি হলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টানাপেড়েন সত্ত্বেও, মেয়র অ্যাডামস উল্লেখ করেছেন যে পুলিশ কর্মকর্তারা গত নয় মাস ধরে সাধারণ অপরাধ কমানোর মাধ্যমে নিরাপত্তার “স্বস্তির স্তর” অর্জন করতে কঠোর পরিশ্রম করেছেন। মেয়র বলেন, “আপনি যা দেখছেন তা হল এই বিভাগের ভিত্তি, পুরুষ ও মহিলাদের নিয়ে গঠিত।” “আমরা একটি সু-সংগঠিত এবং সুপ্রস্তুত কাঠামো দেখছি, যা একটি পরিষ্কার পরিকল্পনা কার্যকর করতে জানে।” তিনি আরও বলেন, “আমাদের কাছে স্পষ্ট অগ্রাধিকার ছিল: নিউ ইয়র্ক হবে আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর।”
এদিকে , এনওয়াইপিডি অবৈধ মোপেড এবং “গোস্ট কার” (ফোনি লাইসেন্স প্লেট সহ নিবন্ধিত গাড়ি) শহরের রাস্তায় চলাচল বন্ধ করার জন্য একটি শহরব্যাপী প্রচার চালাচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, এই যানবাহনগুলো প্রায়ই সহিংস অপরাধ করতে ব্যবহৃত হয়। ডনলন জানিয়েছেন যে এই বছর বিভিন্ন সংস্থার সাথে যৌথ অভিযানে প্রায় ৩০,০০০টি অবৈধ মোপেড এবং গোস্ট কার অপসারণ করা হয়েছে।
“এখন, এনওয়াইপিডি যাদের কাছে অবৈধভাবে বন্দুক রয়েছে তাদের উপর লেজার-সদৃশ ফোকাস আমাদের কমিউনিটিতে সহিংসতা এবং বিশৃঙ্খলা কমাচ্ছে,” ডনলন বলেছেন। নিউ ইয়র্কের রাস্তাগুলোর নিচে, ডনলন সেপ্টেম্বর মাসে ট্রানজিট অপরাধের ৮ দশমিক ৭ শতাংশ কমার ব্যাপারেও তথ্য জানিয়েছেন।
সেপ্টেম্বর ২০২৪ সালে, এনওয়াইপিডি ৫৭টি হেইট ক্রাইম রিপোর্ট করেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১৭টি বেশি। তবে গত মাসে ২৯টি হেইট ক্রাইম
ইহুদি ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেছে—যা গত বছরের হামলার পর এবং গাজার ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে অ্যান্টিসেমিটিজমের উদ্বেগজনক এক বছরের বৃদ্ধি অব্যাহত রেখেছে।