জয় বাংলাদেশ: আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। এই ঋণদাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেছেন, খেলাপি ঋণ কমানোসহ আর্থিক খাতের সংস্কারে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চায় বিশ্বব্যাংক। এখন আর্থিক খাতের সংস্কার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে এ সভা হয়। সভা শেষে আবদুল্লায়ে সেক সাংবাদিকদের এ কথা বলেন। আবদুল্লায়ে সেক বলেন, ‘আর্থিক খাত, বাণিজ্য, ব্যবসায় পরিবেশ, কর্মসংস্থান—এসব ক্ষেত্রে সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এসব বিষয়ে সহযোগিতা করতে চাই।’
বিদেশি ঋণ পরিশোধ নিয়ে শঙ্কা আছে কি না—এমন প্রশ্ন করা হলে আবদুল্লায়ে সেক বলেন, ঋণ পরিশোধের বিষয়ে বাংলাদেশকে নিয়ে কখনো উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের আস্থার সম্পর্ক। বাংলাদেশের বিষয়ে বিশ্বব্যাংক সব সময়ে আস্থা রেখেছে।
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘অর্থনীতিকে সক্রিয় করতে বিশ্বব্যাংকের কাছে থেকে সব ধরনের সহায়তা চেয়েছি। তারা বলেছে, বাংলাদেশের মানুষের জন্য সব ধরনের সহযোগিতা দেবে।’
সভায় ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।