Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজবাইডেনের স্টুডেন্ট লোন মওকুফের পরিকল্পনা স্থগিত করল সুপ্রিম কোর্ট

বাইডেনের স্টুডেন্ট লোন মওকুফের পরিকল্পনা স্থগিত করল সুপ্রিম কোর্ট

জয় বাংলাদেশ: চলতি বছরের শুরুতে নতুন করে দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ঋণ মওকুফ করার ফলে দেশটির শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবেন বলে আশা ব্যক্ত করেছিলেন তিনি। সবমিলিয়ে ১২০ কোটি ডলার ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছিল সে সময়।

তবে এ ঘোষণা ধোপে টিকলো না বেশি দিন। সুপ্রিম কোর্ট বুধবার বাইডেন প্রশাসনের সর্বশেষ মাল্টিবিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মওকুফের পরিকল্পনা স্থগিত করে দিয়েছে, যা মিলিয়ন মিলিয়ন ঋণগ্রহীতার জন্য সুদের অর্থ পরিশোধের হার কমিয়ে বা একেবারে বাতিল করে দেবে।

৮ম ইউএস সার্কিট কোর্ট অফ আপিল আদালতের বিচারকরা স্টুডেন্ট লোন মওকুফ পরিকল্পনা আবারও কার্যকর করার জন্য প্রশাসনের একটি আবেদন প্রত্যাখ্যান করেছেন। শিগগিরি এক স্বাক্ষরবিহীন আদেশে আদালত বলেছে যে তারা উপযুক্ত সময়ে এই পরিকল্পনার ওপর একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জারি করবে।

এডুকেশন ডিপার্টমেন্ট লোন বাতিলের জন্য একটি দ্রুত পথ খুজছে, যা মাসিক আয়ের ভিত্তিতে ঋণগ্রহীতার পরিশোধের পূর্ন নির্ধারিত ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করতে চাইছে। এই পরিকল্পনায় ঋণগ্রহীতাদের সুদের অর্থ প্রদানের প্রয়োজন হবে না যদি তারা ফেডারেল প্রশাসন নির্ধারিত দারিদ্র্য সীমার ২২৫ শতাংশ বা তার কম কম আয় করে। ফেডারেল প্রশাসন একজন একক ব্যক্তির জন্য বছরে ৩২,৮০০ ডলার ঠিক করেছে।

এদিকে গত বছর সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ একটি বেঞ্চ পূর্ববর্তী স্টুডেন্ট লোন মওকুফের আরেকটি পরিকল্পনা আটকে দেয়। সেটি ছাড়পত্র পেলে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ বাতিল করত সরকার।

স্টুডেন্ট লোন মওকুফের জন্য বাইডেন প্রশাসন ‘সেইভ প্ল্যান’ নামের নতুন পরিকল্পনাটি নিয়ে আগানোর চেষ্টা করলেও বার বার আদালতের বাধার মুখে পড়েছে।

এর আগে, রিপাবলিকান নেতৃত্বাধীন স্টেইটগুলোর উচ্চ আদালত নতুন পরিকল্পনাকে বাতিল করে রায় দিয়েছে। কিন্তু, বুধবার সার্কিট আপিল কোর্ট পুরো পরিকল্পনাটি স্থগিত করার পর বলেছেন যে এ বিষয়ে স্টেইটগুলোর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন ছিল না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments