Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকবিতর্কের আগে গাজা ও অর্থনীতি নিয়ে অবস্থান জানালেন কামলা

বিতর্কের আগে গাজা ও অর্থনীতি নিয়ে অবস্থান জানালেন কামলা

জয় বাংলাদেশ: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন কামলা হ্যারিস। এ বিতর্কে কমলা কেমন করবেন—তা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। সেই সঙ্গে আলোচনা চলছে কামলার সম্ভাব্য নীতি নিয়ে। বিতর্কের প্রাক্কালে নিজের মধ্যপন্থী নীতির কথা জানিয়েছেন কামলা। কিছু বিষয়ে আগের অবস্থান থেকে সরে এসেছেন তিনি। কিছু নীতি নিয়ে কামলা অবস্থানগত অস্পষ্টতা এখনো কাটেনি।

বিতর্কের প্রাক্কালে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস তাঁর নিজের ওয়েবসাইটে কিছু নীতি প্রকাশ করেছেন। আসুন, এবারের নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমন পাঁচটি বিষয়ে কামলা সম্ভাব্য অবস্থান বা নীতি জেনে নিই—

অর্থনৈতিক সুযোগ

ক্যালিফোর্নিয়ায় একটি মধ্যবিত্ত পরিবারে একক মায়ের (সিঙ্গেল মাদার) কাছে বেড়ে উঠেছেন কামলা। তাই অভাব বেশ কাছ থেকে দেখেছেন তিনি। নিজের বেড়ে ওঠার সময়কার অভিজ্ঞতার আলোকে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তের প্রতি নিজের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন তিনি। বলেছেন, মধ্যবিত্তদের জন্য ‘অর্থনৈতিক সুযোগ’ তৈরি করতে চান তিনি।

কমলার সুনির্দিষ্ট নীতিগুলোর একটি হলো—নবজাতক শিশুদের পরিবারের জন্য ছয় হাজার ডলার সুবিধা বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া। তিনি ১০ কোটি মার্কিনির জন্য কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, অতি ধনীদের কর বাড়ানো হবে। কমিয়ে আনা হবে আবাসনের দাম।

করের ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি থেকে অনেকটাই দূরে সরে এসেছেন কামলা। মধ্যপন্থী ভোটারদের কাছে টানতে তিনি বলেছেন, সম্পদের ওপর ২৮ শতাংশ হারে কর নেওয়া হবে। বাইডেনের আমলে করের এ হার ৩৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ কামলা মধ্যপন্থী ও মধ্যবিত্তদের ওপর থেকে করের বোঝা এখনকার তুলনায় কমিয়ে আনার পক্ষে।

সেবা খাতের কর্মীদের পাওয়া টিপসের ওপর থেকেও কর তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কামলা। ট্রাম্পের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি পাওয়ার কয়েক সপ্তাহের মাথায় কামলা একই নীতির কথা জানিয়েছেন।

কামলা আরও বলেছেন, তিনি জিনিসপত্রের বাড়তি দাম নিয়ন্ত্রণে করপোরেশনগুলোর ‘দাম বাড়ানোর’ নীতি মেনে চলবেন। তবে এটা কীভাবে কার্যকর হবে, সেই বিষয়ে বিস্তারিত জানাননি কামলা। কামলার এমন নীতিকে ট্রাম্পের বিপরীতে তাঁর অন্যতম নীতিগত দুর্বল অবস্থান বিবেচনা করা হচ্ছে।

পরিবেশ–সংক্রান্ত

পরিবেশ বিষয়ে নিজের নীতিগত অবস্থান এখনো স্পষ্ট করেননি কামলা। ব্যতিক্রম রয়েছে একটি বিষয়ে। তা হলো পাথুরে ভূমি থেকে তেল ও গ্যাস উত্তোলনে পানির উচ্চ চাপ ব্যবহার। কামলা আগে এ কৌশলে তেল-গ্যাস উত্তোলনের বিরোধী ছিলেন। এখন তিনি মত বদলেছেন।

যদিও ডেমোক্রেটিক দল থেকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া একমাত্র সাক্ষাৎকারে সিএনএনকে কামলা বলেছিলেন, এ বিষয়ে তাঁর নীতিগত অবস্থান বদলেছে। কিন্তু মূল্যবোধে পরিবর্তন আসেনি।

এ ছাড়া দীর্ঘদিন ধরে প্লাস্টিকের স্ট্র ব্যবহারের বিরোধিতা করে আসছেন কামলা। একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কামলা এই অবস্থান থেকেও পিছু হটেছেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামলা ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইনের’ অধীনে প্রেসিডেন্ট বাইডেনের সবুজ শক্তি রূপান্তর নীতির প্রতি দৃঢ় সমর্থন দিয়ে এসেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments