জয় বাংলাদেশ : এখন থেকে চাইলে বিদেশী কেউ আর যুক্তরাষ্ট্রের যত্রতত্র জমি ক্রয় করতে পারবেন না। সামরিক স্থাপনার কাছাকাছি থাকা জমিগুলো বিদেশিদের কাছে বিক্রি সংক্রান্ত ট্রেজারি কমিটির এখতিয়ার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র । সোমবার ঘোষিত ট্রেজারি সম্পর্কিত নতুন এই নিয়ম জারির ফলে নতুন করে আরও ৫৬ টি সামরিক স্থাপনার পাশে জমি বিক্রি পর্যবেক্ষণে ইউএস কমিটি অন ফরেইন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেইটস এর ক্ষমতা বৃদ্ধি পাবে।
এতে করে পর্যবেক্ষণে থাকা এমন সামরিক স্থাপনার সংখ্যা দাঁড়াবে ২২৭ টিতে। ২০১৮ সালে অনুমোদিত একটি আইন অনুযায়ী অ্যামেরিকা জুড়ে স্পর্শকাতর স্থানগুলোতে রিয়েল এস্টেট সংক্রান্ত লেনদেন পর্যবেক্ষণের ক্ষমতা দেয়া হয় এই কমিটিকে।
ইউএস কমিটি অন ফরেইন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেইটস স্বল্প পরিচিত হলেও খুবই ক্ষমতাধর একটি সরকারি সংস্থা। এটি সিএফআইইউএস নামেও পরিচিত। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কর্পোরেট লেনদেন তদন্তের দায়িত্বে থাকা এই কমিটি তাদের ক্ষমতাবলে যেকোন কোম্পানির মালিকানার কাঠামো পরিবর্তন বা কোম্পানিগুলোকে অ্যামেরিকা থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার জন্য চাপ প্রয়োগ করতে পারে। অন্যান্য বিভাগের পাশাপাশি স্টেইট ডিপার্টমেন্ট, জাস্টিস ডিপার্টমেন্ট, এনার্জি ডিপার্টমেন্ট ও কমার্স ডিপার্টমেন্ট এর সদস্যদের নিয়ে এই কমিটি গঠিত। প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে একটি চায়না ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি মাইনিং ফার্মকে ওয়াইওমিং এর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে জমির মালিকানা প্রাপ্তিতে বাধা দিয়ে অ্যামেরিকা থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার আদেশ জারি করেন। এরপরই সোমবার নতুন এই নিয়ম চালুর ঘোষণা আসে।
এই প্রসঙ্গে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, ‘অ্যামেরিকার জাতীয় নিরাপত্তার সুরক্ষায় বাইডেন প্রশাসন বিনিয়োগের ওপর আমাদের শক্তিশালী স্ক্রিনিং টুলগুলো ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে এমন পদক্ষেপও রয়েছে যা সামরিক স্থাপনাগুলোকে বাইরের হুমকি থেকে রক্ষা করে।’ নতুন প্রস্তাবিত নিয়মটি জনগণের মন্তব্যের জন্য ৩০ দিনের জন্য উন্মুক্ত রাখা হবে।