জয় বাংলাদেশ: চার সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব হয়েছেন আরিফ সোহেল।
এছাড়া আবদুল হান্নান মাসুদ কমিটির প্রধান সংগঠক ও উমামা ফাতিমাকে মুখপাত্র করা হয়েছে বলে আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আন্দোলনের আরেক সমন্বয়ক আবদুল কাদের বলেন, ‘এই কমিটি কোনো রাজনৈতিক দল হবে না। সারাদেশে ১৫৮ জন সমন্বয়কের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগসহ কয়েকটি দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো অবিলম্বে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন, এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ ও গত তিন জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে।