Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে কলকাতা বইমেলায় বাংলাদেশের নাম নেই: এপিডিআর

ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে কলকাতা বইমেলায় বাংলাদেশের নাম নেই: এপিডিআর

জয় বাংলাদেশ : পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার সমালোচনা করেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। তাদের অভিযোগ, ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে বইমেলা কর্তৃপক্ষ বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারেনি। বাংলাদেশের নতুন সরকারের ওপর চাপ তৈরি করতে বইমেলাকে ব্যবহার করা হচ্ছে।

এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকারের এই আচরণ অত্যন্ত আপত্তিজনক। তারা বইমেলা নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে। এপিডিআর ভারত সরকারের এ আচরণের আপত্তি জানাচ্ছে। তাই আসন্ন কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রকাশকদের আমন্ত্রণ জানাতে পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডকে অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আমরা মনে করি, বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আদান-প্রদানের জায়গা। বই হলো সাংস্কৃতিক আদান-প্রদানের মূল হাতিয়ার। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বন্ধ হওয়া মারাত্মক ঘটনা। এর ফলে দুই দেশে বিভেদকামী রাজনৈতিক শক্তির হাতই শক্ত হবে। সম্প্রীতির শক্তি দুর্বল হবে।’

এপিডিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে আদানির বিদ্যুৎ যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের ইলিশও ভারতে এসেছে। এ ছাড়া অসংখ্য পণ্যের আমদানি-রপ্তানি হচ্ছে। তাহলে বইয়ের আদান-প্রদান, সাংস্কৃতিক আদান-প্রদান বন্ধ হবে কোন যুক্তিতে। তাই অন্যান্য বছরের মতো বাংলাদেশের প্রকাশকদের বই মেলায় আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবিলম্বে নেওয়া হোক। বইমেলা নিয়ে সংকীর্ণ রাজনীতি বন্ধ হোক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments