জয় বাংলাদেশ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষকে একে অপরকে ভালোবাসতে হবে। কোনো বিদেশি আমাদের অধিকার আদায় করে দেবে না; আমাদের নিজেদেরই তা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি শুক্রবার (১১ অক্টোবর) পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের আগে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় উল্লেখ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরে পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডাররা তাঁকে হামলা করে রক্তাক্ত করেছে, তাঁর বাড়িতে আক্রমণ হয়েছে এবং তাঁর পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছে। তবে দেশে হিন্দু সম্প্রদায়ের অনেক সংগঠন রয়েছে, কিন্তু এসব সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা বা প্রতিবাদ জানিয়ে কোনো বিবৃতি দেয়নি, কারণ তিনি বিএনপি করেন।
হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি বলেন, আপনাদের সবাইকে সাম্প্রদায়িক সমপ্রতির কথা বলতে হবে। আমার মতামত হচ্ছে, প্রথমে মনোভাব পরিবর্তন করতে হবে। আমি বিএনপি করি, এ কারণে আমার বা আমার পরিবারের ওপর হামলা হলে সমবেদনা জানানো যাবে না, এ ধরনের মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। প্রতিটি সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক থাকা জরুরি।
মসজিদ কিংবা মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না উল্লেখ করে গয়েশ্বর বলেন, মন্দির প্রাঙ্গণে বসে রাজনৈতিক আলোচনা না করার আহ্বান জানাচ্ছি। মনে রাখতে হবে, আমরা বাংলাদেশি। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে; বাইরের কেউ এসে সেটা করবে না।
তিনি আরও বলেন, এখনও মিডিয়া সত্য কথা বলতে পারে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন হয়েছে, তেমনটা এখনও লক্ষ্য করা যাচ্ছে না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত দেব প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল প্রমুখ।