Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদভোট বর্জনের আহ্বান বাম জোটের, নতুন ধারার আন্দোলনের ডাক

ভোট বর্জনের আহ্বান বাম জোটের, নতুন ধারার আন্দোলনের ডাক

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (৬ জানুয়ারি) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়।

বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

সভা থেকে দেশবাসীকে ৭ জানুয়ারি সর্বক্ষণ ‘ঘরে থেকে’ প্রহসনের ভোট বর্জন এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠকে সোচ্চার রাখাসহ ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার আদায়ে নবতর আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

এসময় আরও জানানো হয়, জোটের পক্ষ থেকে রোববার সারাদিন খোঁজ-খবর নিতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। তারা নির্বাচনের প্রতি মুহূর্ত মনিটরিং করবেন।

তাছাড়া সভায় রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনায় পরস্পরকে দোষারোপ না করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, বিচার এবং নেপথ্যের হোতাদের খুঁজে বের করার দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments