Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদমডেল ওয়াই গাড়ির নতুন সংস্করণ আনছে টেসলা

মডেল ওয়াই গাড়ির নতুন সংস্করণ আনছে টেসলা

জয় বাংলাদেশ: টেসলার তৈরি গাড়িগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় মডেল ওয়াই। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার মডেল ওয়াইয়ের নতুন সংস্করণ আনতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি। আর এ গাড়ি তৈরি করা হবে চীনের সাংহাইতে অবস্থিত টেসলা কারখানায়। টেসলার তথ্যমতে, মডেল ওয়াই মডেলটি সাত আসনের হলেও নতুন সংস্করণের গাড়িতে ছয়টি আসন থাকবে। আগামী বছরের মধ্যে গাড়িটি বাজারে পাওয়া যাবে।

চীনে মডেল ওয়াইয়ের নতুন সংস্করণ তৈরির জন্য এরই মধ্যে নিজেদের কারখানার সক্ষমতা বাড়াতে কাজ শুরু করেছে টেসলা। গত বছর থেকে এই কারখানাতেই মডেল থ্রি ও মডেল ওয়াই তৈরি করে বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি টেসলার মডেল থ্রি গাড়ির চাহিদা প্রায় ৬ গুণ বেড়েছে। আর তাই বছরে সাড়ে সাত লাখ গাড়ি তৈরির সক্ষমতা থাকলেও কারখানাটির পরিধি ও সক্ষমতা বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

টেসলা ২০২০ সালে মডেল ওয়াই গাড়ি বাজারে আনে। এরপর টানা চার বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে মডেলটি। ফলে প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষে রয়েছে মডেল ওয়াই। বিষয়টিকে মাথায় রেখে জুনিপার নামের একটি প্রকল্পের আওতায় মডেল ওয়াইয়ের নতুন সংস্করণ আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকদের ধারণা, ছয় সিটের মডেল ওয়াই চীনের অভ্যন্তরীণ বাজারে জনপ্রিয়তা পাবে। চীনে নিজেদের গাড়ির বিক্রি বাড়াতেই মডেল ওয়াইয়ের নতুন সংস্করণ আনতে যাচ্ছে টেসলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments