বান্দরবানের নাইক্ষংছড়ি ও কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে দুই ধাপে মিয়ানমারের আরও ২৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তার মধ্যে নাইক্ষংছড়ির হাতিমারাঝিরি সীমান্ত দিয়ে ৮ জন এবং টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে ১৬ জন বিজিপি সদস্য জীবন বাঁচাতে মিয়ানমারের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আরও জানান, তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি তথ্যভাণ্ডার তৈরির কাজ চলছে। এরপর তাদের স্বদেশে ফেরতের প্রক্রিয়া শুরু হবে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সেনা সদস্যসহ ৩৩০ জনকে আনুষ্ঠানিকভাবে সেদেশে ফেরত পাঠানো হয়।