জয় বাংলাদেশ: সর্বোচ্চ আদালতের রায়ের পর আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরামের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আদালতে যেতে পারতেন। তাদের সব ধরনের আলোচনার সুযোগ ছিল। আদালতে বিচারাধীন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের অপেক্ষা করা ছাড়া কিছু করার থাকে না। সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ থেকে শেখ হাসিনার সরকার আদর্শচ্যুত হবে না। বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করলে মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
ঘৃণ্য ইনডেমনিটি আইন এবং জননেত্রীর কারাবন্দি দিবস উপলক্ষে ‘বিচারহীনততায় বাংলাদেশ: বেআইনি আইন ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিম, ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।