Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের ওকলাহোমার পাবলিক স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে বাইবেল!

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার পাবলিক স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে বাইবেল!

জয় বাংলাদেশ: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাইবেল । রাজ্যের রিপাবলিকান সুপারিনটেনডেন্ট রায়ান ওয়াল্টার্স এর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, নিয়মটি বাধ্যতামূলক করে, তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়ন করতে হবে। এতে করে ওকলাহোমা রাজ্যের সমস্ত পাবলিক স্কুলের আনুমানিক ১১-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বাইবেল অন্তর্ভুক্ত হচ্ছে । যা মার্কিন শিক্ষা ব্যবস্থায় ধর্ম নিয়ে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে লুইসিয়ানা রাজ্যের গভর্নরের স্বাক্ষরিত একটি আইনে সেখানকার সেখানকার সমস্ত পাবলিক স্কুলে টেন কমান্ডমেন্টস এর (বাইবেলে নির্দেশিত দশটি ধর্মীয় অনুশাসন) প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছিল।

অতীতে একটি পাবলিক স্কুলে ইতিহাসের শিক্ষকতা করা রায়ান ওয়াল্টার্স মঙ্গলবার এক বক্তব্যে বাইবেলকে আমেরিকার ইতিহাস ও সংস্কৃতি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, বাইবেল সম্পর্কে ধারণা না থাকলে ওকলাহোমার শিক্ষার্থীরা জাতির ভিত্তি উপলব্ধি করতে পারবে না। তবে বিভিন্ন নাগরিক অধিকার সংস্থাসহ অনেকেই তার দাবির সাথে একমত নন কারণ তারা মনে করেন, রাষ্ট্র এবং ধর্মকে এক করার বিপক্ষে। আমেরিকান ইউনাইটেড ফর সেপারেশন অব চার্চ অ্যান্ড স্টেট-এর র‍্যাচেল লেজার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর কাছে পাবলিক স্কুলে খ্রিষ্টান জাতীয়তাবাদ প্রচারের জন্য ওয়াল্টার্সের সমালোচনা করেছেন। তিনি বলেন, ওয়াল্টার্স নিজের সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজস্ব ধর্মীয় বিশ্বাস শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। ওয়াল্টার্স বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মনিরপেক্ষতাবাদীরা জনজীবন থেকে ধর্মীয় বিশ্বাসকে বাদ দিয়ে নাস্তিকতাকে একটি বাস্তব রাষ্ট্র ধর্মে পরিণত করেছে।

গত বছর ফক্স নিউজের একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং শিক্ষক ইউনিয়নের সমালোচনা করে লিখেছিলেন, তারা বাইবেল নিয়ে নতুন মূল্যবোধ প্রচার করে জাতি এবং লিঙ্গের ওপর ভিত্তি করে তরুণ শিক্ষার্থীদের সুস্পষ্ট যৌন বিষয়বস্তু শেখানোর কথা বলেছেন। এক বিবৃতিতে ইন্টারফেইথ অ্যালায়েন্স এই ধরনের ধর্মীয় কট্টরতার বিরোধিতা করে বলেছে, সত্যিকারের ধর্মীয় স্বাধীনতা মানে কোনো একক গোষ্ঠী সব আমেরিকানদের ওপর নিজেদের বিশ্বাস চাপিয়ে দিতে পারে না। আদালত, থানা এবং স্কুলের মতো পাবলিক বিল্ডিংগুলোতে টেন এমেন্ডমেন্টস এর প্রদর্শন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি লড়াই আগেও হয়েছে। ১৯৮০ সালে দেশটির সুপ্রিম কোর্ট স্টোন বনাম গ্রাহাম মামলায় প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে টেন এমেন্ডমেন্টস প্রদর্শনের বাধ্যতামূলক আইন বাতিল করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments