জয় বাংলাদেশ: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ২০২১ সালে একটি সুপারমার্কেটে গুলি চালিয়ে ১০ জনকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন আহমদ আল আলিউই আলিসা। সোমবার দেশটির একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আদালতের রায় আসার পর এক বিবৃতিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পলিস বলেন, ‘আমি জানি এই রায় আমাদের মধ্যে অনেকের কষ্ট লাঘব করতে পারবে না। অথবা যাঁরা নিহত হয়েছেন, তাঁদের ফিরিয়ে আনবে না, তবে আমি আশা করি এই রায় তাঁদের কিছুটা শান্তি দেবে।’
২৫ বছর বয়সী আহমদের জন্ম সিরিয়ায়। গত মাস থেকে তাঁর বিচারকাজ শুরু হয়। আত্মপক্ষ সমর্থনে আদালতে তিনি কোনো বক্তব্য দেননি। আহমদ গ্রেপ্তার হওয়ার পর তাঁর মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। বিচার শুরুর আগে তাঁর মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও করা হয়। পরীক্ষা শেষে তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে জানা যায়। তাঁকে সুস্থ করতে চিকিৎসাও চলেছে।
আদালতে যুক্ত-তর্ক উপস্থাপনের সময় আহমদের আইনজীবীরা বলেছিলেন, তিনি (আহমদ) গুলি করার দিন মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
কিন্তু প্রতিপক্ষ আইনজীবীরা যুক্তি দেন, বন্দুক কেনা থেকে স্থান নিয়ে গবেষণা। তারপর কিছু মানুষকে তাড়া করে গুলি করা, সবকিছু প্রমাণ করে যে আহমদ হামলার সময় সচেতন ছিলেন।