এবার রোজার শুরু নিয়ে নিউইয়র্কের মুসুল্লিরা দুইভাগে ভাগ হয়ে গেলেন। একটি অংশ রোববার রাতে তারাবিহের নামাজ আদায় করে সোমবার রোজা রেখেছেন। আরেকটি অংশ সোমবার দিবাগত রাতে তারাবিহের নামাজ আদায় করে রোজা শুরু করবেন মঙ্গলবার থেকে।
বিপুল সংখ্যক সাধারণ মুসুল্লি তাদের ইচ্ছের বাইরেই এই বিভ্রান্তিতে পড়েছেন। অনেকেই রোববার রাত সাড়ে দশটা পর্যন্তও মসজিদে অপেক্ষা করেছেন তারাবিহের জন্য।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর কেন্দ্রস্থলে নবান্ন রেস্তারা সংলগ্ন মসজিদের খতিব রাতে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ঘোষণা করে জানান, তারাবিহ হবে সোমবার থেকে। সোমবার রাতেই হবে সেহেরি।
এদিকে জামাইকা মুসলিম সেন্টার, জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারসহ আরো অনেক শহরের মুসলিম সেন্টারগুলো রোবরার তারাবিহ সম্পন্ন করেছেন। গোটা নিউইয়র্ক জুড়েই রোজার সিদ্ধান্ত নিয়ে এই দ্বিধাবিভক্ত সিদ্ধান্ত হয়েছে। সোমবার কেউ রোজা রেখেছেন, কেউ রাখেননি।