Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজলাগার্ডিয়া বিমানবন্দরে শাটল সার্ভিস চালু করলো উবার

লাগার্ডিয়া বিমানবন্দরে শাটল সার্ভিস চালু করলো উবার

জয় বাংলাদেশ : নিউইয়র্ক সিটির অন্যতম ব্যস্ত লাগার্ডিয়া বিমান বন্দরের যাত্রীদের যাতায়াত সহজ ও সস্তা করতে যাচ্ছে পরিবহণভিত্তিক অ্যাপস উবার। বিমানবন্দর এবং পরিবহন কেন্দ্রগুলির মধ্যে শাটল সার্ভিস চালু করেছে প্রতিষ্ঠানটি। এতে করে সিটির যেকোন প্রান্ত থেকে যারা লাগার্ডিয়া বিমানবন্দরে আসা-যাওয়া করতে চাইছেন তাদের ভ্রমণ খরচও সস্তা হতে পারে। এরই মধ্যে উবার একটি নতুন শাটল সার্ভিস চালু করেছে, যার রাইড প্রতি খরচ ১৮ ডলার ধার্য করা হয়েছে।

বর্তমানে শাটল সার্ভিসটি ম্যানহাটনের নির্দিষ্ট পিক-আপ এবং ড্রপ-অফ পয়েন্ট থেকে সপ্তাহের সব দিন সকাল ৫টা থেকে রাত ১০:৪৫ পর্যন্ত চলবে। যাত্রীরা যাত্রার সাত দিনে পাঁচ মিনিট আগে পর্যন্ত সর্বাধিক চারটি আসন বুক করতে পারেন। শাটল গাড়িগুলোর ১৪ জন যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। প্রতিটি যাত্রী একটি ব্যক্তিগত সামগ্রী এবং একটি লাগেজ নিতে পারবেন। এই ঘোষণা উবারের দ্বিতীয় বার্ষিক জলবায়ু ইভেন্টে করা হয়েছিল।

এদিকে ম্যানহাটনের মিডটাউন থেকে লাগার্ডিয়া বিমানবন্দরের উবার শাটল রুটগুলো্ দিয়েছে উবার। যেখানে বলা হয়েছে, পোর্ট অথরিটি টার্মিনাল, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, এলজিএ বিমানবন্দর টার্মিনাল সি আগমনের স্তর, পার্কিং, এলজিএ বিমানবন্দর টার্মিনাল বি আগমনের স্তর, পেন স্টেশন , এলজিএ বিমানবন্দর টার্মিনাল বি আগমনের স্তর, এলজিএ বিমানবন্দর টার্মিনাল সি আগমনের স্তর, পার্কিং থেকে লাগার্ডিয়া পর্যন্ত যাত্রী আনা নেয়া করবে উবারের শাটল সার্ভিসটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments