Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদশাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পড়ানোয় সমন্বয়কদের দুঃখ প্রকাশ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পড়ানোয় সমন্বয়কদের দুঃখ প্রকাশ

জয় বাংলাদেশ : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথবাক্য পড়ানো নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য হিসেবে মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. ইসমাইল হোসেন কর্মক্ষেত্রে যোগদান করেন। ওই দিন বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক দল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং কয়েকজন সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে নতুন সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শিক্ষার্থীদের পক্ষ থেকে শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করানোর ভিডিওটি সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এর পরিপ্রেক্ষিতে বিবৃতিতে সমন্বয়কেরা বলেন, ‘এটি আনুষ্ঠানিক কোনো শপথ অনুষ্ঠান ছিল না। নতুন প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ছিল। মতবিনিময়ে শহীদদের আত্মত্যাগ এবং জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখতে স্যারদের কাছে কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বিষয় উঠে আসে। যে ভিডিওটা সামনে এসেছে, এটি জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা ছিল।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমাদের বাক্যগুলো ছিল জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা কামনা। একই সঙ্গে তা ছিল জুলাই বিপ্লবের স্পিরিট ও আদর্শ ধারণ করে ক্যাম্পাসকে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত রেখে শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। এ ছাড়া দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি যেন দেশ ও জাতি এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে সক্ষম হয়, সেই লক্ষ্যে কাজ করার প্রতিজ্ঞা। আমাদের এই উদ্দেশ্যকে আমরা আরও সুন্দর এবং যথাযথভাবে উপস্থাপন করতে না পারার কারণে মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দুঃখ প্রকাশ করছি।’

এদিকে এ ঘটনায় শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকেও একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘নবনিযুক্ত সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষ যোগদান করার পর বেলা তিনটায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আনুমানিক চারটায় সাধারণ শিক্ষার্থীরা দেখা করার জন্য এলে উনারা তাঁদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ পরিবেশটি হয়ে পড়ে শোকাবহ।’

এ ছাড়া গতকালের মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি স্যারদের কাছে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছে এবং একই বিষয়ে ইতিমধ্যে তারা দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে বিবৃতি প্রদান করেছে বলে জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments