জয় বাংলাদেশ : আদালতের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
একই দিন শেখ হাসিনার অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। শেখ হাসিনা ভারতেই রয়েছেন এবং সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে অন্য দেশে চলে গেছেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে সম্প্রতি এমন খবর ছড়ালেও ভারত সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে সে দেশেই আছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়শওয়াল জানান, নিরাপত্তার স্বার্থে দিল্লিতেই অবস্থান করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বাংলদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণহত্যায় জড়িত থাকার অভিযোগে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের অবস্থান জানতেও চেষ্টা চলছে।
এ সময় লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার বিষয়েও কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে পর্যাপ্ত বিমানের সংকট রয়েছে। এ অবস্থায় বিমান ছাড়াও সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার।