Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজসন্দ্বীপ সোসাইটির উদ্যোগে মাইমোনাইডেজ হসপিটালের প্রেসিডেন্ট ও শীর্ষ কর্তাদের সঙ্গে কমিউনিটি নেতৃবৃন্দের...

সন্দ্বীপ সোসাইটির উদ্যোগে মাইমোনাইডেজ হসপিটালের প্রেসিডেন্ট ও শীর্ষ কর্তাদের সঙ্গে কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

৪ জুন সন্দ্বীপ সোসাইটির উদ্যোগে সোসাইটির নিজস্ব কার্যালয় সন্দ্বীপ ভবনে নিউ ইয়র্ক এর শীর্ষ স্থানীয় হসপিটাল মাইমোনাইডেজ হসপিটাল এর শীর্ষ কর্ম কর্তাদের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেবার ম্মান বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ এর সঞ্চলনায় সভায় মাইমোনাইডেস হসপিটাল এর পক্ষে প্রেসিডেন্ট ও সিইও কেনেথ গিবস , হেড অফ এইচ আর হুগো , ভাইস প্রেসিডেন্ট ডগলাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশী কমিউনিটি লিডার দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আজম , ডাক্তার হাসান ,রেফায়েত উল্লাহ চৌধুরী ,আলমগীর হোসাইন ,মোস্তফা কামাল পাশা বাবুল , লুৎফুল করিম, মাহফুজুল মাওলা নানু ,মফিজুর রহমান ,ওয়ালিদ ইসলাম ,ডঃ মুফতি আনসারুল করিম ,আহসান হাবিব , মঞ্জুর কাদের সোহাগ ,সালেহ আহমেদ ,কাজী ফৌজিয়া ,আনোয়ার হোসাইন, জামাল উদ্দিন রিপন, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর সোহওয়ার্দী , এস সাহাব , সালেহ মানিক , দুলাল মিয়াসহ সন্দ্বীপ সোসাইটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নানান প্রস্তাবনার মধ্যে বিশেষ যে বিষয় গুলো সামনে আসে সেগুলো হল বংলাদেশিদের মধ্যে থেকে ডাক্তার দের বেশি বেশি চাকরির সুযোগ প্রদান, ইমার্জেন্সি রুম এ অপেক্ষার সময় কমানো, তরুণ বাংলাদেশী ডাক্তারদের বেশি বেশি রেসিডেন্সির সুযোগ করে দেয়া , পার্কিং সমস্যা , ইন্টারপ্রেটারসহ আরো অনেক বিষয় কেনেথ গিবসসহ অন্যান্যরা সব বিষয় গুলু মনোযোগের সহকারে শোনেন এবং যথা সম্ভব কার্যকর করার সর্বাত্মক চেষ্টার কথা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments