Tuesday, November 19, 2024
Google search engine
Homeখেলাসাকিবকে নিয়ে বেশ সতর্ক মিরাজ

সাকিবকে নিয়ে বেশ সতর্ক মিরাজ

জয় বাংলাদেশ : পাকিস্তান থেকে ফিরে বিমানবন্দরে সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করে বিসিবির শীর্ষ পর্যায় থেকে মৃদু শাসন শুনেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। সাকিব তাঁর শেষ টেস্ট ম্যাচটি মিরপুরে খেলতে চাওয়ার পর তো এখন তাঁকে নিয়ে আলোচনাটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য আরও স্পর্শকাতর হয়ে গেছে।

কানপুরে সোমবার দিন শেষের সংবাদ সম্মেলনে তাঁকে নিয়ে বলা মেহেদী হাসান মিরাজের মন্তব্যে বিষয়টি আরও পরিষ্কার। সাকিবকে নিয়ে কথা বলার ক্ষেত্রে ক্রিকেটারদের ওপর অলিখিত বিধিনিষেধ থাকাটাও অস্বাভাবিক নয়।

সংবাদ সম্মেলনে সাকিবের ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা নিয়ে মিরাজের ভাবনা জানতে চাওয়া হয়েছিল। এমনিতে কথা বলায় উদার হলেও মিরাজ যেন এ ক্ষেত্রে সতর্ক স্টান্সই নিলেন! তিনি যা বলেছেন, তাতে আসলে তাঁর কোনো মনোভাবই প্রকাশ পায় না।

মিরাজের কথা, ‘যেহেতু (সাকিব) তার একটা স্বপ্নের কথা বলেছে, শেষটা দেশের মাটিতে করতে চেয়েছে সে। যেহেতু একটা ইস্যু আছে, এখনো ক্লিয়ারেন্স দেয়নি, কীভাবে করবে না করবে, এটা আসলে তারা চিন্তা করবে। সে যদি ক্লিয়ারেন্স (নিশ্চয়তা) পায় বা সে যদি যেতে পারে, বাংলাদেশেই শেষ হতে পারে তার, যেহেতু এটা সে নিজেই বলেছে।’

সাকিবের দেশের মাটিতে খেলা নিয়ে গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, দেশে খেলতে এলে সাকিবকে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, সেটা সরকার দেবে। কিন্তু মানুষের মনের ক্ষোভ দূর করার দায়িত্বটা নিতে হবে সাকিবকেই। সে জন্য সাকিবকে তাঁর রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন তিনি। সাকিবের কাছ থেকে অবশ্য এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ৭৮ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব। তাঁর বোলিংয়ের অবশ্য প্রশংসাই ঝরেছে মিরাজের কণ্ঠে, ‘খুব ভালো বোলিং করেছেন (সাকিব)। এই উইকেটে যেভাবে তারা খেলেছে, সে হিসেবে অনেক ভালো বোলিং করেছেন। তাঁর তো অনেক অভিজ্ঞতা। তারা (ভারত) যেভাবে খেলেছে (টি–টোয়েন্টির মতো), তিনি (সাকিব) তো টি-টোয়েন্টিতে অনেক সফল। ফলে প্রথম ওভারেই তিনি ধরতে পেরেছেন পরিস্থিতিটা।’

মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হলে কানপুর টেস্টই হয়ে যেতে পারে সাকিব আল হাসানের শেষ টেস্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments