জয় বাংলাদেশ : নিউইয়র্ক সিটির ৭০টিরও বেশি স্কুলের বাইরে ওপেন স্ট্রিট করিডোর চালু হচ্ছে। পাঁচটি বরোতেই এই সুবিধার ব্যবস্থা করা হতে যাচ্ছে।
নগরীর পরিবহন দফতর জানিয়েছে, এই সুবিধার ফলে সংশ্লিষ্ট স্কুলগুলো ড্রপ-অফ, পিক-আপ, বিশ্রাম ও আউটডোর লার্নিংয়ের কাজে পাশের রাস্তা সাময়িকভাবে বন্ধ করতে পারবে।
ডিওটি কমিশনার ইয়াদানিস রডিগ্রেজ এক বিবৃতিতে বলেছেন, ‘রাস্তাগুলো ঐতিহাসিকভাবেই শিশুদের খেলাধুলা ও মেলামেশার জায়গা ছিল। আর ওপেন স্ট্রিট কর্মসূচির মাধ্যমে আমরা নিরাপদ শিক্ষা, নতুন দক্ষতা বিকাশ, অভিভাবক ও মা-বাবারে আরো সহজে সন্তানদের গাড়িতে করে আনা-নেওয়ার কাজটি করার জন্য সেই জায়গা ফিরিয়ে দিচ্ছি।
ডিওটি জানিয়েছে, কর্মসূচিটি চালু হয়েছিল করোনা মহামারির সময়। তবে এবার আইনের মাধ্যমে এর স্বীকৃতি দেওয়া হবে।
ডিওটি জানিয়েছে, ২০২৫ সালের ওপেন স্ট্রিটের আবেদন আগামী অক্টোবর থেকে নেওয়া হবে। আর স্কুলগুলো কিভাবে আবেদন করবে, তহবিল পাবে, সে ব্যাপারে বিস্তারিত বিবরণও প্রদান করা হবে।