Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদহাছান মাহমুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

হাছান মাহমুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

জয় বাংলাদেশ: দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ালাইনসের এক কর্মকর্তা জানান, এদিন দুপুরের দিকে দেশ ছাড়ার জন্য বিমানবন্দরের যান ড. হাছান। সেখান থেকেই তাকে আটকে দেওয়া হয়।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে হাছান মাহমুদকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে।

এর আগে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও আটক হন বিমানবন্দর থেকে। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

বৈষম্যবিরোধী গণ-আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments