Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তিহ্যাকারদের কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়ার্মজিপিটি

হ্যাকারদের কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়ার্মজিপিটি

টেক জগতের ধোঁয়াশা নিয়ে আলোচনা হয় এমন ফোরামগুলোতে সম্প্রতি ঘুরেফিরে একটি বিষয়ই আসছে। পার্সোনালাইজড ফিশিং লিংক বললেই চ্যাটজিপিটির কথা মাথায় আসতে পারে। তবে বাস্তবে ওয়ার্মজিপিটি নামক কৃত্রিম বুদ্ধিমত্তাটি এমন করছে বলে জানা গেছে।

২০২২ সালের নভেম্বর চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকেই সাইবারসিকিউরিটির ঘাটতি বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ২০২৪ সালে প্রযুক্তিখাতে নতুন পরিবর্তন আসতে চলেছে। সাইবার অপরাধও যে বাড়বে অনেকে সে কথাও উদ্বেগের সঙ্গে জানিয়েছেন। যেসব দেশে ইংরেজিভাষী কম সেসব দেশে ফিশিং লিংক বেশি ব্যবহৃত হচ্ছে।

কারণ ইংরেজি বলে এমন রাষ্ট্রে ব্যবহারকারীরা সহজেই শনাক্ত করতে পারেন সমস্যা আসলে কোথায়। বানানগত ভুল থেকেও তারা বুঝতে পারেন ফিশিং লিংক।

২০২৪ এ তাই হ্যাকারদের অনেক সম্ভাবনা। ওয়ার্মজিপিটি বিভিন্ন ফিশিং লিংক যাচাই করে আরও নিঁখুতভাবে ফিশিং লিংক তৈরি করতে পারবে। বায়মেট্রিক হ্যাকিং এর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

সূত্র: ওয়াইর্ড

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments