জেবি নিউজ: এক বছরে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ নিউ ইয়র্ক ছেড়ে অন্যত্র স্থায়ী হয়েছে। দ্রব্যমূল্য ও জীবন-যাপনের ব্যয়ে কুলিয়ে উঠতে না পেরে অন্য শহরে পাড়ি জমাচ্ছেন মানুষ। গোটা আমেরিকায় সবচেয়ে ব্যয়বহুল শহরে দ্রব্যমূল্যের উর্ধগতি, মূদ্রাস্ফীতির পাশাপাশি রিমোট কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় মানুষ এই শহর ছেড়ে সুবিধাজনক জায়গায় বসতি গড়ার কথা ভাবতে পারছেন।
যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর তথ্য, ২০২২ সালে ৫ লাখ ৪৫ হাজার ৫’শ লোক নিউ ইয়র্ক ছেড়েছে। ২০২১ সাল পর্যন্ত তাদের তথ্য হচ্ছে, সব মিলিয়ে আমেরিকার ৮২ লাখ মানুষ জীবনের নানান সুযোগ সুবিধা বিবেচনা করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায়।
গত এক বছরে যারা নিউ ইয়র্ক ছেড়েছেন এর মধ্যে বেশি সংখ্যক মানুষ গেছেন ফ্লোরিডা। সংখ্যাটি ৯২ হাজার ২’শ ১ জন। তারপরেই রয়েছে প্রতিবেশি রাজ্য নিউ জার্সি। সেখানে গেছেন ৭৫ হাজার ১’শ ৩ জন। কানেকটিকাটে গিয়েছেন ৫০ হাজার ৬’শ ৭০ জন এবং পেনসিলভেনিয়ায় গেছেন ৪৪ হাজার ৮’শ ৭ জন।