ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ শেষ না হতেই দরজায় কড়া নাড়ছে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দামামা। নিউজিল্যান্ডের মাটিতে হতে যাওয়া সাদা বলের দুই ফরম্যাটের লড়াইয়ে অংশ নিতে রোববার (১০ ডিসেম্বর) দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ।
মাত্র শেষ হওয়া টেস্ট সিরিজে দলের সঙ্গে না থাকা লিটন দাস রয়েছেন এ বহরে। আরও আছেন সৌম্য সরকার,মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসান। দলের বাকি খেলোয়াড়ারদের সোমবার দেশ ছাড়ার কথা রয়েছে।
কিউইদের মাটিতে দুদিন অনুশীলন করবে টাইগাররা। সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। তারপর ২০ ও ২৩ ডিসেম্বর পরের দুটি একদিনের ম্যাচ। সে সিরিজ শেষে ২৭, ২৯ আর ৩১ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেও বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত।