ইসরায়েলের তেল আবিবজুড়ে সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠেছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, তারস রকেট হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাস দাবি করেছে, তারা ইসরায়েলের গভীরে রকেটে ছুড়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ইসরায়েলি পুলিশ বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।
গাজায় দুই মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েল ও হামাসের যুদ্ধ। টানা সাতদিনের যুদ্ধবিরতি শেষে গত ১ ডিসেম্বর থেকে গাজায় ফের যুদ্ধ চলছে। এ মুহূর্তে উপত্যকাটিতে হামলার পরিমাণ জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।