Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদমানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর: সেলিমা রহমান

মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর: সেলিমা রহমান

মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে এ কথা বলেন তিনি।

বিএনপি নেত্রী বলেন, ১৫ বছর ধরে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা করে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। গত এক মাসেই প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির কর্মসূচি শুরু হয়। ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর প্রথম জমায়েত করেছে দলটি। বিএনপির পাশাপাশি সমমনা ও জোটের বাইরেও বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন করে।

সেলিমা রহমান অভিযোগ করেন, ২৮ নভেম্বর সরকার নিজেরা সহিংসতা করে তা পণ্ড করেছে। সিনিয়র নেতাদের কারারুদ্ধ করেছে। বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে।

বাংলাদেশে যত নিপীড়ন হচ্ছে, বিশ্বের কোথাও এমন হয় না উল্লেখ করে তিনি বলেন, আমি প্রশাসন ও পুলিশকে বিবেক দিয়ে কাজ করার আহ্বান জানাই। জনগণ এই ফ্যাসিস্টের পতন ঘটাবে।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments