কম্পিউটার বিজ্ঞানে প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ১৯৬৮ সালে পিএইচডি অর্জন করেন বারবারা লিসকভ। তাঁর পিএইচডি অভিসন্দর্ভের (থিসিস) বিষয় ছিল দাবা খেলার কম্পিউটার প্রোগ্রাম।
বারবারা লিসকভ ১৯৩৯ সালের ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার উন্নয়নে এই কম্পিউটার বিজ্ঞানীর বিশেষ অবদান রয়েছে। স্বীকৃতি হিসেবে বারবারা লিসকভ ২০০৮ সালে টুরিন পুরস্কার অর্জন করেন। কম্পিউটার প্রযুক্তির ‘নোবেল’খ্যাত টুরিন পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী তিনি। এ ছাড়া আইইইই জন ফন ন্যুম্যান পদকও পেয়েছেন তিনি।
বর্তমানে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ইনস্টিটিউট অধ্যাপক এবং প্রকৌশল বিষয়ের ফোর্ড অধ্যাপক। বারবারা বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্পে নেতৃত্ব দেন। এগুলোর মধ্যে ছিল ছোট ও কম খরচের ভেনাস অপারেটিং সিস্টেম। তিনি এমআইটির প্রোগ্রামিং মেথডোলজি গ্রুপের নেতৃত্বও দেন।