Tuesday, November 19, 2024
Google search engine
Homeখেলাসাকিবের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না খেলার সিদ্ধান্তে বিসিবির স্বস্তি

সাকিবের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না খেলার সিদ্ধান্তে বিসিবির স্বস্তি

আঙুলের চোটের কারণে বিশ্বকাপে শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের হয়ে খেলতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে না বলছেন বলে জানান সাকিব। তার এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় সাকিবের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা।’

সাকিবকেই লম্বা সময়ের জন্য দলের নেতৃত্বে চাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এখানে একচুয়ালি রিকনসিডারের পার্টটা আসে না। স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments