Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তি২০২৩ সালে গুগল প্লে স্টোরের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস

২০২৩ সালে গুগল প্লে স্টোরের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস

প্রতিবছরের মতো এবারও প্লে স্টোরে থাকা বছরের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকা প্রকাশ করেছে গুগল। প্লে স্টোরের সেরা অ্যাপের তালিকায় থাকা অ্যাপগুলো দেখে নেওয়া যাক।

ইমপ্রিন্ট

তালিকায় সেরা অ্যাপের খেতাব পেয়েছে ‘ইমপ্রিন্ট’ অ্যাপ। শিক্ষামূলক অ্যাপটির মাধ্যমে মনোবিজ্ঞান, দর্শন, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে শেখা যায়।

চ্যাটজিপিটি

ব্যবহারকারীদের পছন্দ বিবেচনায় এ বছর সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘চ্যাটজিপিটি’। ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি অ্যাপের মাধ্যমে যেকোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানা যায়। নিজ থেকে বার্তা, গল্প, নিবন্ধ বা কবিতা লিখতে সক্ষম অ্যাপটিতে সম্প্রতি ভয়েস চ্যাট সুবিধাও যুক্ত হয়েছে।

স্পটিফাই

স্ট্রিমিং অ্যাপটির মাধ্যমে অনলাইনে সহজেই পছন্দের গান এবং পডকাস্ট শোনা যায়।

বাম্বল ফর ফ্রেন্ডস

অ্যাপটিতে অবস্থান অনুযায়ী নতুন বন্ধু তৈরির পাশাপাশি তাদের সঙ্গে বার্তাও আদান-প্রদান করা যায়।

ভয়েডপেট গার্ডেন

অ্যাপটিতে নিজের পছন্দমতো বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি করে কাল্পনিক বাগান তৈরি করা যায়।

আর্টিফ্যাক্ট

অ্যাপটির নির্মাতা ইনস্টাগ্রামের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম। ব্যবহারকারীর আগ্রহ বুঝে নিউজ ফিডে পছন্দের সংবাদ প্রদর্শন করে অ্যাপটি।

অ্যাওয়ার

মানসিক ও শারীরিক স্বাস্থ্যবিষয়ক অ্যাপটিতে বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যায়।

ক্যারেক্টার এআই

অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন চরিত্র তৈরি করে তাদের সঙ্গে বার্তা আদান-প্রদান করা যায়।

পাও পেট্রল একাডেমি

দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য তৈরি অ্যাপটিতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক গেম খেলা যায়।

এওয়ার্ল্ড ইন সাপোর্ট অব অ্যাক্টনাউ

জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের প্রচারণা অ্যাক্ট নাউয়ের অফিশিয়াল অ্যাপ এটি। পরিবেশদূষণ, কার্বন নিঃসরণসহ বিভিন্ন বিষয়ে সচেতন করে অ্যাপটি।

হোয়াটসঅ্যাপ

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও এবং ভিডিও কল করা যায়।

কনসেপ্টস

অ্যাপটি ব্যবহার করে সহজেই ছবি আঁকার পাশাপাশি দ্রুত স্কেচ তৈরির সুযোগ মিলে থাকে।

ফ্লিপাক্লিপ

অ্যানিমেশনভিত্তিক অ্যাপটির সাহায্যে অ্যানিমেটেড ভিডিও এবং জিআইএফ তৈরি করা যায়।

ম্যাক্স

টেলিভিশনের অনুষ্ঠানের পাশাপাশি সিনেমা বা খেলাও দেখা যায় অ্যাপটিতে।

অ্যামাজন প্রাইম ভিডিও

সিনেমা এবং টেলিভিশনের অনুষ্ঠান দেখার জনপ্রিয় অ্যাপটি নিবন্ধন করে ব্যবহার করতে হয়।

সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments