কমোরোসের পতাকা লাগানো একটি পণ্যবাহী জাহাজ ১৪ জন আরোহী নিয়ে গ্রিসের লেসবোস দ্বীপের কাছে ডুবে গেছে। আরোহী সকলেই নিখোঁজ ঘটনার পর গ্রিক উপকূলরক্ষী রোববার একটি বড় উদ্ধার অভিযান শুরু করেছে। খবর এএফপির।
গ্রিসের সরকারি টিভি ইআরটির প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার একজন ক্রু সদস্যকে উদ্ধার করেছিল।
পাঁচটি পণ্যবাহী জাহাজ, তিনটি উপকূলরক্ষী জাহাজ, বিমানবাহিনী ও নৌবাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনীর একটি ফ্রিগেট উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা এথেন্স নিউজ এজেন্সি (এএনএ) জানিয়েছে, কার্গো জাহাজটিতে ১৪ জন ক্রু সদস্য ছিল এবং এটিতে লবণ বোঝাই ছিল।
জাহাজটি মিসরের দেখাইলা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ক্রু সদস্যদের মধ্যে দুই সিরীয় নাগরিক, চারজন ভারতীয় ও আটজন মিসরীয় ছিল।
শনিবার গ্রিসের বেশ কয়েকটি অংশ জুড়ে জাহাজলোলি আটকে ছিল। শনিবার হেলেনিক ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সার্ভিসের জারি করা জরুরি আবহাওয়া সতর্কতায় বলা হয়েছে, পরিস্থিতি ‘স্থিতিশীল’ থেকে ‘বিপজ্জনক’ রুপ ধারণ করেছে। কারণ ঝড়টি অ্যাড্রিয়াটিক সাগর থেকে গ্রিসের দিকে চলে গেছে।