চীন ও ভারতীয় নাগরিকদের মালয়েশিয়া যেতে কোনো লাগবে না ভিসা। এমনকি ভিসা ছাড়া দেশটিতে ৩০ দিন পর্যন্ত থাকা যাবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার এ ঘোষণা দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে রয়টার্স।
আনোয়ার ইব্রাহিম রোববার রাতে তার পিপলস জাস্টিস পার্টির কংগ্রেসে বক্তৃতায় এ ঘোষণা দেন।
সোমবার এক বিবৃতিতে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ভিসা মুক্ত প্রবেশের নিয়ম ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত চালু থাকবে। মালয়েশিয়া আসা পর্যটকদের মধ্যে চীন ও ভারত থেকে আসা দর্শনার্থীর সংখ্যা চতুর্থ ও পঞ্চম।
সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯০ লাখ ১৬ হাজার পর্যটক এসেছে। এর মধ্যে চীন থেকে ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ জন ও ভারত থেকে ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক এসেছে। মহামারির আগে ২০১৯ সালের একই সময়ে চীন থেকে ১৫ লাখ ও ভারত থেকে ৩ লাখ ৫৪ হাজার ৪৮৬ জন এসেছিল। মালয়েশিয়ার মতো এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।
চীনও গত সপ্তাহে মালয়েশিয়া ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশের নাগরিকদের জন্য আগামী মাস থেকে ভিসা-মুক্ত প্রবেশের ঘোষণা দিয়েছে। পর্যটন খাতের ওপর অনেক বেশি নির্ভর করা অর্থনীতি প্রতিবেশী থাইল্যান্ডও চীনা ও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের ঘোষণা দিয়েছে।