হিরা কিংবা ক্রিস্টালের গুরুত্ব অনেকেই অনুধাবন করতে পারেন। প্রকৃতিতে ক্রিস্টালের নানা ধরন ও আকৃতিই একে বৈচিত্র্যময় করে তোলে। সম্প্রতি নেচার পত্রিকায় এই ক্রিস্টাল নিয়েই একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ৪৮ হাজার ক্রিস্টালের ধরণ আবিষ্কৃত হয়েছে। ক্রিস্টাল মূলত একই গাঠনিক শেপের ধাতু। এই গাঠনিক গঠন পুরো ধাতুজুড়ে বিদ্যমান থাকে।
ডিপমাইন্ড একটি মেশিন লার্নিং টুল আবিষ্কার করেছে। তারা এর নাম দিয়েছে গনোম (gnome)। এই টুল ক্রিস্টালের স্ট্রাকচার শনাক্ত করতে পারে। এই টুলটি দিয়ে ২.২ মিলিমিটারের ক্রিস্টালও আবিষ্কার করা সম্ভব হয়েছে। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় গবেষণার কাজ আরও সহজ হবে। বিশেষত নতুন ধাতু ও তাদের কার্যকারীতা আবিষ্কারে সহযোগিতা মিলবে।