Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদপর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের বিষয়: ওবায়দুল কাদের

পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের বিষয়: ওবায়দুল কাদের

পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের বিষয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন নিয়ে অনেক বিভ্রান্তির পরও শতাধিক পর্যবেক্ষক আসবে। এ নিয়ে চিন্তিত নই।’

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করছে, নির্বাচনে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে- তাদেরকেই নিষেধাজ্ঞা দেওয়া উচিত।’

পিটার হাস ও বিএনপিকে হুঁশিয়ারি

বিএনপির কেন্দ্রীয় নেতারা হঠাৎ করেই গর্ত থেকে বের হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের কোনো আহ্বান থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে যতটুকু প্রয়োজন, ততটুকুই সীমাবদ্ধ থাকা উচিত, তাকে কোনো রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে থাকা উচিত নয়।’

রওশন এরশাদ প্রসঙ্গ

রওশনের সঙ্গে নির্বাচনের সিদ্ধান্ত তার ব্যক্তিগত। কিন্তু তার দল নির্বাচন করছে, এটা জাতীয় পার্টির নির্বাচন বয়কটের মধ্যে পড়ে না বলে অভিমত দেন ওবায়দুল কাদের।

তৃণমূল বিএনপি ও জাতীয় পার্টির অংশগ্রহণকে নির্বাচনের চমক উল্লেখ করে তিনি বলেন, ‘আরও চমকের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

‘শরিকদের হতাশ করা হয়নি’

জনগণের অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চায় বলে দলের নেতাকর্মীদের আশ্বস্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘শরিকদের হতাশ করা হয়নি। এখনও আসন বণ্টনের সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৬ তারিখ পর্যন্ত দেখবো- কে বিদ্রোহী, কে স্বতন্ত্র। জনমত বিবেচনা করেই শরিকদের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’

শরিকদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জোটের সঙ্গে অ্যাডজুটেন্টের মাধ্যমে আসন বণ্টনের সুযোগ আছে, জোটও ভেঙে দেওয়া হয়নি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments