দুর্দান্ত পারফর্ম করেও বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি ভারত। স্বাগতিকরা টানা ১০ জয়ের পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খুইয়েছে । আক্ষেপ নিয়েই ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল দ্রাবিড়ের। তিনি এই চুক্তি আর নবায়ন করছেন না। ভারতের প্রধান কোচ হিসেবে বিশ্বকাপ ফাইনালই ছিল দ্রাবিড়ের শেষ ম্যাচ।
এদিকে সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ভারতের পরবর্তী কোচ হতে যাচ্ছেন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। লক্ষ্মণ এর আগে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন ।
বিসিসিআইয়ের কয়েকটি সূত্র সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছে, বোর্ডের সঙ্গে দ্রাবিড় এর চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না। ২০২১ সালের নভেম্বরে দুই বছরের চুক্তিতে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন দ্রাবিড়। তিনি সর্বশেষ এশিয়া কাপ ছাড়া আর কোনো শিরোপা ভারতকে জেতাতে পারেননি ।