Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদ‘সরকার রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দলছুটদের দিয়ে নতুন দল বানাচ্ছে’

‘সরকার রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দলছুটদের দিয়ে নতুন দল বানাচ্ছে’

রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দলছুটদের দিয়ে সরকার নতুন দল বানানোর কারসাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনপ্রিয় রাজনৈতিক দল কখনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ভাগিয়ে নেয় না। এই কাজটা করে গ্রাম্য মোড়ল, গ্রাম টাউট। তারা এসব কাজ করে অন্য মানুষের বাড়ি থেকে লোক ভাগিয়ে নেয়। সেই কাজ প্রধানমন্ত্রী এখন করছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি এবং সমমনা দলগুলোর থেকে লোক ভাগানোর জন্য প্রধানমন্ত্রী তার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন এবং তারা সেই কাজটি করছে। একজন একজনকে নানাভাবে প্রলোভন দেখিয়ে, নতুন দলের একেকটা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং নমিনেশনে তাদেরকে জেতানো হবে বলে অথবা টাকা পয়সার লোক দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে চলছে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে দমন করার জন্য যত ধরনের নিষ্ঠুর পদক্ষেপ আছে সেগুলো তিনি গ্রহণ করছেন। অন্যদিকে চলছে রাষ্ট্রীয় টাকা লোপাট করে দলছুটদেরে নিয়ে দল বানানোর কারসাজি।

তিনি বলেন, দলের মধ্যে নানাভাবেই সুবিধাবাদীরা ঢুকে পড়ে, উচ্ছিষ্টভোগীরা ঢুকে পড়ে, এই লোকগুলোকেই তারা পায়। এরশাদের সময়ে আমরা দেখেছি, এসব লোকগুলোকে নিয়ে এরশাদ দল গঠন করেছে, সরকার গঠন করেছে। শেখ হাসিনাও এখন ওই কায়দায় অনুকরণ করছে অনুসরণ করছে।

রিজভী বলেন, সবসময় এই স্বৈরাচারী জাতির কাঁধের ওপর চেপে বসে তখন এই ধরনের প্রবণতাগুলোই দেখা দেয়। প্রধানমন্ত্রীও সেটাই করছেন। এটা তো ঘৃণ্য কাজ। কোনো ভদ্রলোকে এই কাজ করতে পারে না। কারণ তার তো জনগণের কাছে যাওয়ার উপায় নাই, তিনি একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে জিতবেন না, এই জিতবেন না‘র কারণে তিনি যত ধরনের গণবিরোধী কাজ, যত ধরনের দুর্বিনীত কাজ, যত ধরনের দুরাচারী কাজ সেই কাজগুলো তিনি এখন করছেন নির্বাচনকে সামনে রেখে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আন্দোলনকে দমন করার জন্য সরকারের দলীয় ও রাষ্ট্রীয় বাহিনীসহ সবাইকে একত্রিত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় চেতনায় সাজানো হয়েছে। এরা গোটা জনগণের বিরুদ্ধে আজ দাঁড়িয়েছে। আর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগসহ বিভিন্ন লীগকে দিয়ে তারা নিজস্ব একটি সেনা দল তৈরি করেছে। এই সেনা দলকে জনগণ ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ব্যবহার করছে।গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের গ্রেপ্তার, মামলা, আসামি, আহত ও মৃত্যুর সংখ্যা তুলে ধরেন রিজভী।

তিনি জানান, এসময়ে ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছে ২৫ জন এবং মারা গেছেন ১ জন। আর এই সময়ে মামলা দায়ের করা হয়েছে ১০টি। এসব মামলার আসামি করা হয়ে ১২৫০ জনকে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বাচ্চুকে র‌্যাবের গ্রেপ্তারের আলোকচিত্রটি দেখিয়ে রিজভী বলেন, একজন সিনিয়র চিকিৎসক গ্রেপ্তারের পর দুই র‌্যাব সদস্য দুই পাশে। আমার প্রশ্ন হলো তিনি একজন প্রখ্যাত সুচিকিৎসক, আপনি তাকে গ্রেপ্তারের পর সম্মানের সঙ্গে র‌্যাব কার্যালয়ে বসিয়ে রাখতে পারতেন। তার ছবি তুলছেন মনে হয় মনে হয় যে দুর্ধর্ষ কোনো সন্ত্রাসী না হয় কোনো চোর-ডাকাত। কী করে সম্মানিত মানুষের সন্মান হরণ করছে এই সরকার। আর যারা ক্যাসিনো গড়ে তুলেছেন, যারা একের পর এক টাকা লুট করেছে, নাম প্রকাশ হয়েছে তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আমরা কোন দেশে বাস করছি। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments