Tuesday, November 19, 2024
Google search engine
Homeধর্মবেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ৮৯ হাজার টাকায় হজ

বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ৮৯ হাজার টাকায় হজ

২০২৪ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে

রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদত হোসেন হজ প্যাকেজ–২০২৪ ঘোষণা করেন। তিনি জানান, ৩০ থেকে ৪৮ দিনের হজ প্যাকেজ হবে। মদিনায় আট দিন অবস্থান করতে পারবেন হজযাত্রীরা।

২০২৩ সালের বেসরকারি হজ প্যাকেজ থেকে ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে এবারের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিমানের ভাড়া ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। সৌদি রিয়াল ৩১ টাকা হিসাবে ধরে প্যাকেজ করা হয়েছে। প্রত্যেক হজযাত্রীকে কোরবানির খরচ আলাদা দিতে হবে।

এম শাহাদত হোসেন আরও জানান, এবার ৬৫ বছরের কোনো বাধ্যবাধকতা থাকবে না। দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। বাকি টাকা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে দিতে পারবেন হজযাত্রীরা। এ ছাড়া প্রয়োজনীয় রিয়াল, কোরবানির খরচ ও অন্যান্য কিছু খরচ, প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে হবে। দুটি ব্যাগে সর্বোচ্চ ২৩ কেজি বিমানে বহন করা যাবে। জমজমের পানি দেশে ফেরার পর ঢাকার বিমানবন্দর থেকে সংগ্রহ করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১০ হাজার ৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১ লাখ ১৭ হাজার জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments