নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম শুরু করছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে মাঠে নামবে দু’দল। এই সিরিজে বাংলাদেশ দলে নেই একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। তাই এই সিরিজে অভিজ্ঞতার ঘাটতি দেখছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
রোববার (২৬ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘এরকম অভিজ্ঞদের হারানো যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জের। বিশেষ করে বাংলাদেশের মতন দলের জন্য। এরা কেউ ১৫ বছর, কেউ ১০ বছর ধরে বাংলাদেশের হয়ে সব সংস্করণে খেলছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে তরুণরা কী করতে পারে, তা দেখার একটা সুযোগ এটা।’
চোটের কারণে এই সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। এই প্রসঙ্গে হাথুরু আরও বলেন, ‘তারা (তাসকিন ও ইবাদত) আমাদের সেরা বোলার। তবু আবার বলব এটা অন্যদের জন্য এগিয়ে আসার সুযোগও। আমরা একটা সেট বলার নিয়ে অনেক দূর যেতে পারব না। খালেদ, শরিফুল আর হাসান মাহমুদের জন্য এটা তাই সুযোগ। তারা যদি সুযোগ কাজে লাগাতে পারে তাদের জন্য এটা রোমাঞ্চকর হবে।’