Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদঅবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমিতে এক সেমিনারে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী সবসময়ই অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে। নির্বাচন উপলক্ষে যাদের কাছে অস্ত্র রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।

দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিনিয়তই শীর্ষ সন্ত্রাসীদের আটক করছে। আমরা সবসময়ই তাদের চিহ্নিত করে আসছি, এটি একটি চলমান প্রক্রিয়া। তাদের বেশিরভাগই এখন জেলখানায়। বিদেশে যারা আত্মগোপনে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এরইমধ্যে কয়েকজনকে আনাও হয়েছে।’

সীমান্তে অস্থিরতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এ নিয়ে মন্ত্রী পর্যায়েও মিটিং হচ্ছে।’

‘বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর পূর্তি’ শীর্ষক এ সেমিনারটি আয়োজন করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments