Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তিঅ্যাপল পণ্যের ওপর ভারতের নিরাপত্তা সতর্কতা

অ্যাপল পণ্যের ওপর ভারতের নিরাপত্তা সতর্কতা

স্যামসাংয়ের পর অ্যাপল পণ্যের ওপর নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে ভারতে। শুক্রবার (১৫ ডিসেম্বর) ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিএআরটি-ইন) জানায়, একাধিক ঝুঁকিতে রয়েছে অ্যাপলের ডিভাইস। যার কারণে ডিভাইসের নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বেহাত হতে পারে ব্যবহারকারীর তথ্য-উপাত্ত।

এক বিবৃতিতে বলা হয়, অ্যাপল পণ্যে একাধিক দুর্বলতা পাওয়া গেছে। এসব পণ্যে সহজেই অনুপ্রবেশকারীরা এক্সেস নিতে পারে। তারা সংবেদনশীল তথ্যে প্রবেশের পাশাপাশি বিভিন্ন কোড চালু ও নিরাপত্তা বিধিনিষেধ এড়ানোসহ নানা ধরনের ক্ষতি করতে পারে। সতর্কতার আওতায় রয়েছে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচএস ও সাফারি ব্রাউজার।

এর আগে গত ১৩ ডিসেম্বর স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের ওপর একই ধরনের সতর্কতা জারি হয়। সেখানে বলা হয়, কিছু দুর্বলতার কারণে এ ধরনের ডিভাইসে সহজেই অনুপ্রবেশকারীরা এক্সেস নিতে পারে। তখন ঝুঁকি বিষয়ে দ্রুত সাড়া দেয় স্যামসাং। তারা জানায়, আপডেটের মাধ্যমে সমস্যা ফিক্স করা যাবে। ওই ঝুঁকির আওতায় রয়েছে অ্যান্ড্রয়েড ১১ থেকে ১৪ সংস্করণ ব্যবহূত হয় এমন স্যামসাং মোবাইল।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments