Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকহামাস প্রধান ইমসমাইল হানিয়ার বাড়িতে বোমা হামলার দাবি ইসরায়েলের

হামাস প্রধান ইমসমাইল হানিয়ার বাড়িতে বোমা হামলার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকার পশ্চিমে অবস্থিত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে বোমা হামলার দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার হামলার ভিডিও ফুটেজসহ এক বিবৃতিতে এই দাবি করে আইডিএফ।

একটি ভিডিও ফুটেজে দেখা যায় বোমা হামলায় বাড়িটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

আইডিএফ তার বিবৃতিতে বরেছে, ইসমাইল হানিয়ার বাড়িটি সন্ত্রাসী কার্যক্রম এবং ইসরায়েলের ওপর আক্রমণের স্বার্থে হামাসের কেন্দ্রীয় নেতাদের মিটিংয়ের জন্য ব্যবহার করা হত। তবে এই হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

জানা গেছে ঘটনার সময় হানিয়া উপস্থিত ছিলেন না। বিগত কয়েক বছর ধরেই কাতারে বসবাস করছেন তিনি।

ইসমাইল হানিয়া হামাসের প্রধান হবার পাশাপাশি গাজা নিয়ন্ত্রণকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচিত। ১৯৯০ সাল থেকেই হামাসের রাজনৈতিক নেতা হিসেবে তিনি আলোচনায় আসেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments