জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল কোনো আসনে প্রার্থী প্রত্যাহার করবে না। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হলেও জোট বা মহাজোট হচ্ছে না। তবে আওয়ামী লীগের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য কৌশল নিয়ে আলোচনা চলছে এবং তা নির্বাচন পর্যন্ত চলমান থাকবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতা হয়নি। তবে দুই দল আবারও বৈঠকে বসবে।’
ভোট থেকে সরে দাঁড়ানোর কোনো আশঙ্কা জাতীয় পার্টির নেই—জানিয়ে দলটির মহাসচিব আরও বলেন, ‘আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসিনি।’
এর আগে গতকাল শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হুমকি আমার ফোনে একটি নয়, বহু আছে। এসব পরোয়া করি না। নির্বাচনে অংশ নেওয়া—এটা আমার রাজনৈতিক অধিকার। আমি বাংলাদেশের নাগরিক। দেশের জন্য যুদ্ধ করেছি। কারও ভয়ে আমি ভীত নই।’