Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজদমকলের বাজেট কমিয়ে নগরবাসীকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে নিউইয়র্ক!

দমকলের বাজেট কমিয়ে নগরবাসীকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে নিউইয়র্ক!

ডিসেম্বরের ১ তারিখ থেকে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট ‘ফিফথ ফায়ারফাইটার’ পদটি অবলুপ্ত ঘোষণা করেছে। আর প্রতিটি শিফট থেকে ৫ম দমকল কর্মীকে বাদ রাখা হচ্ছে। আর নগরীর ১৯৩টি ইঞ্জিন কমিটির কাজ সারা হচ্ছে ২০টি ইঞ্জিন কোম্পানি দিয়ে।

মেয়র এরিক অ্যাডামস বলেছেন, এই বাজেট কর্তনে বাধ্য হয়েছেন মাইগ্র্যান্ট সঙ্কট মোকাবেলার জেরে। তবে এ ঘটনায় সোচ্চার হয়েছে ফায়ারফাইটারস অ্যাসোসিয়েশন।

এ অবস্থায় নগরের বড় বড় অগ্নিকাণ্ডে দমকলকর্মীর ঘাটতি থাকবে, ফলে অগ্নিকাণ্ডে নগরবাসীকে কাঙ্খিত সেবা দেওয়া মুশকিল হবে বলছিলেন ইউনিফর্মড ফায়ারফাইটারস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট অ্যান্ড্রু আনবোরো।

তিনি জানান, এফডিএনওয়াই’র নিজস্ব জরিপে দেখা গেছে একটি ইঞ্জিন কোম্পানিতে ফিফথ ম্যানের উপস্থিতি আগুনে পানি ছেটানোর কাজ ৫০% সহজ করে দেয়। নগরের পাঁচ বোরোতেই কোম্পানিগুলো এই সিদ্ধান্তের প্রভাব পড়বে।

এর মধ্যে ২০টি ইঞ্জিন কোম্পানিই আশেপাশের ইঞ্জিন কোম্পানিগুলোকে সহায়তা করবে। আর এতে নগরবাসীর পাশাপাশি দমকলকর্মীরা নিজেরাও ঝুঁকিতে পড়বেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments