সবশেষ বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিশ্বকাপের হতাশা ঝেড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এমন জয়ে প্রশংসিত হবেন ক্রিকেটাররা এটাই স্বাভাবিক। তবে দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানেন প্রশংসা যেমন হচ্ছে তেমনি এক ম্যাচ খারাপ খেললে আবার সমালোচনাও হবে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘কিছুই বদলায়নি। বাইরে কথা হতেই থাকবে। এখন অনেক ভালো কথা হবে। আবার একটা ম্যাচ খারাপ করলে অনেক সমালোচনা হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। ওটা নিয়ে আমরা চিন্তাও করি না।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রতি ম্যাচে কীভাবে পরিকল্পনা করে আসতে পারি, আমাদের পরিকল্পনাটা কী, আমাদের প্রসেসটা কী। যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটা নিয়মিত করার চেষ্টা করি। আজকের ম্যাচটা জিততে পেরেছি, আজকের ম্যাচে এমন না যে সবকিছু ঠিক ছিল। এ ম্যাচে কী ভুল ছিল এগুলো নিয়ে কীভাবে পরের ম্যাচে পরিকল্পনা করে এগোতে পারি সেটাই আমাদের পরিকল্পনা থাকে।’