Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদ‘দলীয় এমপিদের পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করতে হবে’

‘দলীয় এমপিদের পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করতে হবে’

দলীয় এমপিদের পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করে ইসি রাশেদা সুলতানা বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি পর্যবেক্ষক যত আসবে, নির্বাচন তত স্বচ্ছ হবে। আর ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ নয়। কমিশনের কাজ ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করা।

এসময় তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সেনা সদস্য মোতায়েনের ভাবনা আছে কমিশনের।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments