Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদবিএনপির গুলশান অফিসে পুলিশের তল্লাশি

বিএনপির গুলশান অফিসে পুলিশের তল্লাশি

বুধবার (১২ ডিসেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, পুলিশের গুলশান জোনের এডিসি’র নেতৃত্বে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পোষাকে এবং সাদা পোষাকে পুলিশের ১৫ সদস্যের একটি টিম রাত ১০টা ৪০মিনিটের দিকে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। তারা প্রায় প্রতিটি কক্ষে তন্নতন্ন করে তল্লাশি চালায়। আজ ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের স্তবক নিয়ে যায় পুলিশ। শুধু তা ই নয়,আজ সকালে যে কেউ চেয়ারপার্সন কার্যালয়ে এলে তাকে গ্রেফতার করা হবে বলেও শাসিয়ে যায়। প্রায় ১৫ মিনিটকাল অবস্থানের সময় কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে নেয়।
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের লক্ষ্যে আজ সকাল ৮ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খাঁনের নেতৃত্বে নেতা কর্মীদের মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দেয়ার কথা রয়েছে। চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ প্রবেশের ঘটনার সময় অফিস স্টাফরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশের তল্লাশির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments