Tuesday, November 19, 2024
Google search engine
Homeধর্মজানা গেল রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

জানা গেল রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

২০২৪ সালের সম্ভাব্য রমজান এবং পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত। মার্চের দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে, ২০২৪ সালের ১০ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে প্রকৃত তারিখ নির্ধারণ করা হবে অর্ধচন্দ্র দেখার ওপর ভিত্তি করে। কেননা এর মাধ্যমেই ইসলামী হিজরি ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিপরীতে ইসলামিক মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। চাঁদ কখন দেখা যায় তার ওপর নির্ভর করেই তারিখ নির্ধারিত হয়।

সারা বিশ্বের মুসলমানদের জন্য রমজান মাস হলো বছরের সবচেয়ে পবিত্র মাস। এই মাসে মুসলমানরা পবিত্র কুরআন নাযিলের স্মৃতিচারণ করে আল্লাহকে খুশি করার উদ্দেশে দিনের বেলা খাবার ও পানাহার থেকে বিরত থাকে এবং নিজেদের পাপ কাজ থেকে সংযত রাখে।

রমজান মাস শেষে শাওয়ালের প্রথম দিনে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments