Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকযুদ্ধ নিয়ে পুতিনের লক্ষ্য অপরিবর্তিত

যুদ্ধ নিয়ে পুতিনের লক্ষ্য অপরিবর্তিত

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রায় ৩ বছর হতে চললো। এতদিনেও উদ্দেশ পূরণ হয়নি রাশিয়ার। যুদ্ধক্ষেত্রে তেমন অগ্রগতিও নেই চোখে পড়ার মতো। এ বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ানদের বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি তখনই হবে যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর এই প্রথম বড় সংবাদ সম্মেলন করছেন পুতিন। তিনি সাংবাদিক ও রাশিয়ান দর্শকদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছেন। আলোচনার প্রথম অংশের বেশিরভাগ অংশই পুতিন ‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান’-এর ওপর দৃষ্টি নিবদ্ধ রেখেছেন।

তার প্রাথমিক চিন্তাধারায় রাশিয়ান সার্বভৌমত্বের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেল ওয়ানের হোস্ট ইয়েকাতেরিনা বেরেজভস্কায়াকে বলেন, ‘সার্বভৌমত্ব ছাড়া আমাদের দেশের অস্তিত্ব অসম্ভব। এটি কেবল বিদ্যমান থাকবে না।’

পুতিন বলেছেন, ‘যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করব তখন (ইউক্রেনে) শান্তি থাকবে। এই উদ্দেশ্যগুলো পরিবর্তিত হয়নি। ডিনাজিফিকেশন, ডিমিলিটারাইজেশন ও দেশটির নিরপেক্ষ অবস্থা এর মধ্যে অন্তর্ভুক্ত। এই থিমগুলো তিনি যুদ্ধের শুরু থেকেই হাইলাইট করে আসছেন।’

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments